মেয়র ও তার পরিবারের বিরুদ্ধে রাজপথে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ

336

  • মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর পরিবার কতৃক দেবোত্তর সম্পত্তি দখল ও আত্মসাতের চক্রান্তের অভিযোগে শহর জুরে চলছে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। বুধবার (১১ নভেম্বর) দুপুর থেকে নারায়ানগঞ্জ প্রেস ক্লাবের সামনে শুরু হয় মানববন্ধনটি।এতে নেতৃত্বদেন নারায়ায়নগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ,নারায়ানগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ। মানববন্ধনে ভক্তাদের কাছে জানা যায়, মেয়র আইভীর পরিবার দেওভোগের ঐতিহ্যবাহী জিউস পুকুর দখল ও আত্মসাত্বের চেষ্টা করছেন। এ সময় বিশেষ বক্তব্য রাখেন,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা। খোকন সাহা বলেন, ধর্মের নামে ভন্ডামী এখানে চলবে না,কেউ নিজেকে কার্নিক দাবি করে মসজিদ,মন্দিরের জায়গা দখল করবেন ,আওয়ামী লীগ তা সহ্য করবে না।মেয়র আইভীর পরিবারের জমি দখলের বিষয়টা আমি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। যারা হিন্দু সম্পত্তি দখল করে জননেত্রী শেখ হাসিনা তাদের নমিনেশন দিবেন না।যদি হত্যাকান্ডের মাধ্যমে যমি দখল করতে হয়, তাহলে সবার আগে আমার হত্যা করতে হবে।আমি নিজের রক্ত দিয়ে হলেও জিউস পুকুর রক্ষা করব।