উপজেলা মৎস কর্মকর্তাদের উদ্যোগে অবৈধ মাছের ঘের উচ্ছেদ

134

সোনারগাঁ প্রতিনিধিঃ- অবৈধ মাছের ঘের নির্মাণ করে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে পোনাসহ বিভিন্ন জাতের মাছ নিধন করেছে জেলারা। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনারগাঁ উপজেলা মৎস কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে ১০টি অবৈধ মাছের ঘের,ঝোপ, বানা উচ্ছেদ করা হয়েছে।

গত সোমবার সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা মৎস কর্মকর্তাদের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের আনন্দ বাজার ও নুনেরটেক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০টি অবৈধ মাছের ঘের,ঝোপ,বানা উচ্ছেদ করা হয়।

এবিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, যে সব জেলেরা অবৈধ ঘের, ঝোপ, বানা দিয়ে মাছ শিকার করছে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছি। যারা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে মামলাসহ জেল ও জরিমানা করা হচ্ছে। এসময় অবৈধ পন্থায় মাছ শিকারীদের হুশিয়ারী দিয়ে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ অভিযানে বৈদ্যের বাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ শাহীন মামুনসহ নৌ-পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।