৩০ বোতল বিদেশী মদ ও ২০ বোতল ফেনসিডিলসহ ১জনকে গ্রেফতার করেছে র্যাব-১১
সময়ের চিন্তা : নোয়াখালী জেলার বেগমগঞ্জ থেকে ৩০ বোতল বিদেশী মদ ও ২০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার (১০ আগস্ট ) র্যাব-১১, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন জমিদারহাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৮ বোতল বিদেশী মদ, ০৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়লদ্ধ নগদ ২৫,৮৬০/- (পঁচিশ হাজার আটশত ষাট) টাকা সহ রুবেল চন্দ্র দাস (২৬) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্য মোতাবেক বেগমগঞ্জ থানাধীন ১৩ নং রসুলপুর ইউপি লতিফপুর সাকিন¯’ ফরাজী বাড়ী¯’ পুকুরের দক্ষিন পাড় হতে আরও ১২ বোতল বিদেশী মদ ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন ১৩নং রসুলপুর ইউপি সেতুভাঙ্গা এলাকার গণেশ চন্দ্র দাসের ছেলে রুবেল চন্দ্র দাস (২৬)। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য বিদেশী মদ ও ফেন্সিডিল ফেনী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।