ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ওসি আহসান উল্লাহ

209

মোঃ মোক্তার হোসাইন:স্টাফ রিপোর্টার-পর্ব:ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী চৌকস অফিসার
জনাব মোঃ আহসান উল্লাহ ওসি তদন্ত সোনারগাঁ থানার একজন গর্বিত অফিসার।
জিনি ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। সোনারগাঁ বাসির কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।বিগত ৬ মাসে মাদকের বিরুদ্ধে যত গুলো অভিযান পরিচালনা করে।
সোনাগাঁ বাসী মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগে কখনো দেখেনি বলে জানা যায়। সময়ের চিন্তাও অপরাধ বিচিত্রা পত্রিকার প্রতিনিধির অনুসন্ধানে উঠে আসা তথ্য চিত্র।
মাদকের ব্যপারে সাধারণ জনগণের কাছে তথ্য জানতে গিয়ে, সময়ের চিন্তা ও অপরাধ বিচিত্রার প্রতিবেদক কে জানান, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মোগড়া পাড়ার হালিম ফল ব্যবসায়ী, পৌরসভার ব্যবসায়ী আনোয়ার, শাহাপুরের কাঠ ব্যবসায়ী রফিক,রতন, আরও অনেকে নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলে মাদকের ভয়াল থাবা থেকে আমাদের তরুন প্রজন্মকে নিয়ে যখন দুশ্চিন্তায় চিন্তায় অভিভাবকগন,
আমাদের সন্তানদের নিয়ে যখন সব সময় টেনশনে থাকি,
ঠিক সেই মুহূর্তেই সোনারগাঁও থানার সাহসী চৌকস অফিসার ওসি আহসান উল্লাহ নামটি শোনা যায়।
সাধারণ জনগণ বলেন লোক মারফত শুনেছি ওসি আহসান উল্লাহ স্যার নাকি মাদকের বিরুদ্ধে কোন আপোষ করেন না, তাই আপাতত কিছুটা হলেও অভিভাবকদের মনে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে।
শাহাপুর গ্রামের হিন্দু শেফালী রানী দিপালী সন্ধ্যা দাস বলেন, এখন আমরা বিগত চার পাঁচ বছর আগের চেয়ে গত তিন চার মাস যাবত একটু ভালোভাবে চলাফেরা করতে পারছি, এর আগে নেশাখোরদের উৎপাত নাই, আমরা হিন্দু মানুষ, আগে ঠিক মত রাত বিকালে চলাফেরা করতে পারছিলাম না, যা বর্তমান ওসি আহসান উল্লাহ স্যারের কারনে নিশ্চিন্তে চলাফেরা করতে পারছি। আমরা চাই এমন ওসি স্যার সব সময় সোনারগাঁয়ে থাকুক। সাধারণ জনগণ বলেন, জানিনা কতদিন ওসি স্যার থাকবেন তবে আমরা দোয়া করি ওসি আহসান উল্লাহ স্যারকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দারাজ করুক।
সোনারগাঁ বাসি এমন পুলিশ অফিসারকেই সব সময় চায়।
১ম পর্ব :চলবে………………………