ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে বিনম্র শ্রদ্ধা নিবেদন

261

মোঃ মোক্তার হোসেন:আজ ঐতিহাসিক ৭ই মার্চ, বাঙালি জাতির স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণে স্থাপিত বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নারায়নগঞ্জ জেলার, সোনারগাঁয়ের (৩) আসনের সংসদ সদস্য জনাব মোঃ লিয়াকত হোসেন খোকা এবং সোনারগাঁ থানার ওসি মোঃ মাহবুব আলম, ওসি তদন্ত মোঃ আহসান উল্লাহ, ওসি অপারেশন মোঃ মাহফুজুর রহমান সহ সোনারগাঁ থানার পুলিশের সম্মানিত অন্যান্য কর্মকর্তাগন।
এবং সোনারগাঁ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সহ,উপজেলার আরো অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুর‍্যালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।