কি হচ্ছে নাগিনী জোহা সড়কের কাজে

81

নাগিনী যোহা সড়ক এর মর্মকথা ঃ নারায়ণগঞ্জ এর উত্তর চাষাড়া লিংরোড সড়ক থেকে রেললাইনের পাশ দিয়ে তল্লা, হাজিগন্জ, পাঠানটুলি, রসূলবাগ, চৌধুরী বাড়ী আদমজী হয়ে একেবারে সিদ্ধিরগঞ্জ থানা স্পর্শ করে এই নাগিনী যোহা সড়ক । এই সড়ক এর মর্মকথা হলো এটি একটি হাইওয়ে সড়ক, সবখান দিয়ে সড়কটি প্রশস্ত হবে ৪২/৪৪ ফিট করে, এবং রাস্তার পশ্চিম পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা এবং সড়কের দুইপাশে মানুষ চলাচলের জন্য ফুটপাত থাকবে, এটাই স্বাভাবিক। আমরা তথ্য নিয়ে জানতে পারি রোডস এন্ড হাইওয়ে এভাবেই কাজটি হাতে নিয়েছেন, বাস্তবে কি তা হচ্ছে? কিন্তু আমরা কি দেখছি? সবখান দিয়ে সড়কটি প্রশস্ত কি ৪২ অথবা ৪৪ ফিট আছে? সড়ক হওয়ার পর মানুষ চলাচলের জন্য ফুটপাত কি আদৌ হবে? আগে ড্রেনেজ ব্যবস্থা হওয়ার কথা, যাক রাস্তা হওয়ার পর ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি । তবে সেই ড্রেন সব দিক দিয়ে কি যাবে? এখন বিভিন্ন প্রশ্নে প্রশ্নবিদ্ধ এই নাগিনী যোহা সড়ক । রাস্তার দুইপাশে দেখতে পাচ্ছি ফুটপাততো দূরের কথা, দুই পাশে দোকানপাট আর ভ্রাম্যমান ব্যবসার প্রশারী বসিয়ে লুটে নিচ্ছে চাদাঁবাজরা ও এলাকার হোমড়াচোমরা লাখ লাখ টাকা। নাগিনী যোহা সড়কটি সব দিক দিয়ে যদিও প্রশস্ত হয়ে আসছে কিন্তু নাসিক ১০ নং ওয়ার্ড একাংশ পাঠানটুলি বাসী কি পেয়েছে ? এই প্রশ্নটা স্বাভাবিক ভাবেই এসে যায় । রাস্তাটি সব দিক দিয়ে ৪০/৪২/৪৪ ফিট প্রশস্ত যদিও থাকে পাঠানটুলি দিয়ে কি সেই প্রশস্তের কানাকড়িও আছে? বার বার এই প্রশ্নটা আমাকে এবং পাঠানটুলি বাসীদের মনে করিয়ে দেয় । আমার মনে হয় একটি মানুষ এর উপরের অংশ যেমন মোটা ও প্রশস্থ থাকে আর মানুষের নীচের অংশ অর্থাৎ পা-য়ের অংশ চিকন থাকে। এই রাস্তাটিও ঠিক সেই রকম। মানুষ হতে পারে কিন্তু একটি সড়ক বা রাস্তা এরকম হতে পারে না । তাহলে এই রাস্তাটির মর্মকথা কি রইলো ? সড়কটির সৌন্দর্য সম্পূর্ণ নষ্ট হয়েছে, হাইওয়ে সড়কের নমুনার বাহিরে চলে গেছে নাগিনী যোহা সড়ক । কোন সেই ঐশ্বরিক পরিকল্পনায় পাঠানটুলি দিয়ে সড়কটি এমন হলো? এটা কি সরকারের ব্যর্থতা? নাকি রোডস এন্ড হাইওয়ের ব্যর্থতা? না-কি সেই ঐশ্বরিক শক্তির কারনে সব সফলতা ও ব্যর্থতাকে ডুবিয়ে দিয়েছেন ? যেই মর্মকথা নিয়ে নাগিনী যোহা সড়ক তৈরী হয়েছে সেটা সফলতা আমার দৃষ্টিতে কখনও পাবে না । যদি সড়কটি সঠিকভাবে চালু হয় আর স্হানীয় সরকার যদি সেই ভাবে ব্যবহার করে, তাহলে প্রতিদিন এই সড়কে দূর্ঘটনা ঘটবে । কেননা রাস্তার দুইপাশে ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট, নেই কোন ফুটপাত, রাস্তা ঘেঁষে মানুষের বাড়ি ঘর দূর্ঘটনা অবশ্যই হবে। তাহলে এই হাইওয়ে সড়ক করে কি লাভ? যেখানে মানুষের জানমালের নিরাপত্তা নেই, ছোট গাড়ি বা রিক্সা চলাচলের জায়গা নেই, সেই রাস্তার স্বার্থকতাও নেই আমি মনে করি । কর্তৃপক্ষ এই সড়কটি ভালভাবে পরিদর্শন করে দেখুন, নিয়ম অনুযায়ী সড়কটি হচ্ছে কি না ? আর যদি মনে করেন আপনাদের এই সড়ক সম্বন্ধে সব কিছু জানা আছে, যেমন ইচ্ছা হোক, তাহলে আর কিছু বলার নেই। শুধুই বলবো বাংলার খাঁটি আঞ্চলিক ভাষায় ” যেইন্দা খুশি হেইন্দা যাক, সড়ক অইছে হেইডাই খুশি ,,।