নিজস্ব প্রতিনিধি : যেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০২টি সফল অভিযানে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ গ্রেফতার ০২।
অভিযান-০১
(২৬ জানুয়ারী ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান, এএসআই (নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৩.৩৫ ঘটিকার সময় যশোর চৌগাছা থানাধীন স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর সাকিনস্থ জনৈক ভুট্টো খাঁ এর গুদামঘরের সামনে টেঙ্গুরপুর মোড়ে টেঙ্গুরপুর টু পুড়াপাড়া গামী পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ ইমরান(৩০), পিতা-মৃত জামাল, সাং-বিরামপুর সাইকেলহাট, ২। মোঃ অনন্ন ইসলাম @ রমজান আলী(২৫), পিতা-মৃত নুরু ইসলাম, সাং-বিরামপুর, উভয় থানা-কোতয়ালী, জেলা-যশোর দ্বয়কে ২১ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।
জব্দকৃত ফেন্সিডিল এর মূল্য অনুমান ৬৩,০০০/-টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২
(২৬ জানুয়ারী ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান, এএসআই (নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৬.৫০ ঘটিকার সময় চৌগাছা থানাধীন তিলকপুর গ্রামস্থজনৈক মহিউদ্দিন বিশ্বাস এর ডিপ টিউবয়েলের নিকট হইতে পলাতক আসামী মোঃ ওসমান গনি @ লালটু (২৭), পিতা-মোঃ শাহাদৎ, সাং-তিলকপুর, থানা-চৌগাছা, জেলা-যশোর এর ফেলে যাওয়া মতে ১৫ বোতল ফেন্সিডিলে উদ্ধার করেন।
জব্দকৃত ফেন্সিডিল এর মূল্য অনুমান ৪৫,০০০/-টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।