হাটহাজারীতে বৈশাখী মেলা উদ্বোধন

165

আরফাতুল ইসলামঃ

এক সময় বৈশাখের প্রথম তারিখ মানে ১ লা বৈশাখ। ব্যবসায়ীদের বাকি টাকা উত্তোলনে হালখাতা ব্যবহার হত। আগতদের মিস্টান্ন দিয়ে বরণ করা হত। আজ সে সংস্কৃতি হারিয়ে গেছে। হারিয়ে গেছে এরকম অনেক সংস্কৃতি। নিজ এলাকায় এ মেলা দেশের সংস্কৃতি বহন করে। এতে দেশের হারানো সংস্কৃতি ফিরে আসবে। শনিবার উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নস্থ গুমানমর্দ্দন বোয়ালিয়া বটমূলে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধনের প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি এসব কথা বলেন। স্থানীয় চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে তিনি আরো বলেন, বলি খেলা, নৌকা বাইচ এগুলো বাঙালিদের একসময়ের প্রধান খেলা। মেলা উদযাপন কমিটি বিশেষ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে এ ধরনের আয়োজনের উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  এ.বি.এম মশিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরোধী দলীয় উপনেতার সহধর্মিনী পারভিন মাহমুদ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, এম.পি’র একান্ত সহকারী সচিব সৈয়দ মনজুর হোসেন, ওই ইউনিয়নের সচিব আবু তৈয়্যব, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা গেছে, ২০১৮ সাল থেকে স্থানীয় চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় ও স্থানীয়দের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে এ মেলা চালু হয়। ২০১৯ সালে দ্বিতীয়বারের মত উদ্বোধন হলেও পরবর্তীতে করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে পড়ে।  টানা চার বছর পর দেশীয় সংস্কৃতি নিয়ে পুনরায় তা চালু হয়। পাঁচ দিনব্যাপী মেলায় থাকছে বলি খেলা, নৌকা বাইচ, স্মৃতিচারণ, গান, শোভাযাত্রা, আবৃত্তি, নাটক, কৌতুক, অভিনয়, প্রদর্শনী, নাগনদোলা ও মেলার বিভিন্ন স্টল। মেলায় রাখা হয়েছে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন সেলফি স্টল। তপ্ত রোদের মধ্যেও মেলা দেখতে ভিড় করছেন সব বয়সের নারী পুরুষসহ শিশুরা।