কৃষিজাত পণ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি

105

নিজস্ব প্রতিবেদক: দেশে কৃষিজাত পণ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে নীডস ৭১ লিমিটেড।

দেশের অর্থনৈতিক চালিকাশক্তিকে আরও সমৃদ্ধ, উদ্যেক্তা তৈরীকরে বেকার সমস্যার সমাধান এবং নিরাপদ বিনিয়োগে সমৃদ্ধ কৃষিজাত পণ্যে উৎপাদন৷ প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি করতে কুষ্টিয়ায় ‘ এগ্রিকালচার ইকোনোমিক জোন’ তৈরী করছে বিএসবি প্রাইভেট লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান নীডস ৭১ লিমিটেড৷

সম্প্রতি কুষ্টিয়ার মিরপুরের হালসায় এ প্রকল্পের বিভিন্ন কর্মসূচি এবং প্রকল্পের আওতাধীন বায়তুল আমান মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বিএসবি প্রাইভেট লিমিটেড এবং নীডস ৭১ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এটিএম মাজহারুল ইসলাম তুফান৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আশরাফুল আলম সিদ্দিকী৷

সরেজমিন দেখা যায়, এ প্রকল্পের আওতায় মাশরুম চাষ এবং বিদেশে রপ্তানি, গরু মোটাতাজাকরণ, দুধ প্রক্রিয়াজাতকরণ, ফিড মিল, জৈব সার প্রক্রিয়াকরণ, মৎস্য হ্যাচারীসহ বহুমুখী কৃষিজ পণ্যে উৎপাদনের পৃথক জোন তৈরী করা হয়েছে৷ রয়েছে পূর্নাঙ্গ কর্মপরিকল্পনা এবং জোনভিত্তিক দক্ষ পরিচালক৷

ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এটিএম মাজহারুল ইসলাম তুফান বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন৷ আর সুদকে হারাম করেছেন৷ আমরা এ অঞ্চলের একটি বিস্তৃত এলাকা জুড়ে মডেল ইকোনমিক জোন তৈরী করার পরিকল্পনা করেছি৷ ইতিমধ্যে জোন ভিত্তিক বিভিন্ন স্থাপনাও নির্মিত হয়েছে৷ মৎস্য হ্যাচারী চলমান রয়েছে৷ আমরা চাই একটা টেকসই কৃষিজাত ব্যবস্থা এবং এর উন্নয়ন৷

নীডস ৭১ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব সাইদুর রহমান সোহেল বলেন, একটি সঠিক কর্মপরিকল্পনার পাশাপাশি একটা নিরাপদ বিনিয়োগ প্রয়োজন৷ সকলের ঐক্যবদ্ধ চেষ্টা এবং আমাদের সমন্বয় বেকার সমস্যা দূরীকরণের পাশাপাশি অর্থনৈতিকভাবে আমাদের সাবলম্বী করবে৷ সুতরাং আমাদের ৪১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের এই বিনিয়োগ এ অঞ্চলের অর্থনৈতিক কাঠামোকে আরও সমৃদ্ধ করবে৷ ইতিমধ্যে প্রকল্প উন্নয়নে এ অনুষ্ঠান থেকে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন নির্বাহী পরিষদের সদস্য এম এ মাসুদ মিয়া৷ আমরা আশা করছি খুব দ্রুত দেশের বাহিরেও আমাদের প্রকল্পের আওতাধীন বিভিন্ন পণ্য রপ্তানিতে যেতে পারবো৷

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিডস ৭১ লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান নয়ন, প্রধান উপদেষ্টা হাজী হেলাল উদ্দীন, এক্সিকিউটিভ ডিরেক্টর রেজাউর রহমান, মার্কেটিং ডিরেক্টর মাওলানা আল আমিন৷

এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা আতাউর রহমান আতিকী, রফিকুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, কবি লেখক ও সাংবাদিক এম এ মাসুদ মিয়া সহ অনেকে৷