সোনারগাঁয়ে (৬) বছরের কন্যা শিশু ধর্ষণ গ্রেফতার ১

201


মোঃ মোক্তার হোসাইন

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ভবনাথপুর গ্রামের (৬) বছরের শিশু কন্যা ঝাল মুড়ি কেনার জন্য বাড়ি থেকে বের হলে প্রতিবেশীর দ্বারা ধর্ষণের স্বীকার হন (৬) বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া কন্যা শিশু।

শনিবার (৬ জুলাই) উপজেলার ভবনাথপুর এলাকার বাসিন্দা শিশুর পিতা মামলার বাদী মোঃ সোহেল মিয়া বলেন, গত ৫ জুলাই বিকেলে আমার মেয়ে বাড়ি থেকে ঝাল মুড়ি কেনার জন্য বের হলে জলিলের বাড়ির ভাড়াটিয়া আম্বর আলী (৬০) তার ভাড়া বাসায় ফুসলিয়ে নিয়ে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। আমার স্ত্রী মেয়েকে খোঁজতে গিয়ে ধর্ষণ করতে দেখে এলাকার লোকজনের মাধ্যমে ধর্ষককে আটক করে সোনারগাঁও থানা পুলিশের হাতে তুলে দেয়।

মেয়ের বাবা রাসেল মিয়া জানান আমার মেয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে৷
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোঃ আম্বর আলী (৬০) পূর্ব ভবনাথপুর আঃ আজিজের ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি সম্পর্কে এই রিপোর্ট লিখা পর্যন্ত জানা যায়নি।

সোনারগাঁও থানার পুলিশ উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) পংকজ কান্তি সরকার জানান, ভবনাথপুরে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে পুলিশ কৌশলে গ্রেফতার করেছে।