শিমরাইলে শিক্ষার্থীদের কর্মসূচি পালন

106

সুজন আহমেদ, নারায়ণগঞ্জ : আগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ২ রা আগাস্ট শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় দুপুরে এ কর্মসূচি পালন করে তারা। আন্দোলনরত শিক্ষার্থী বিভিন্ন লিখুনির প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

প্রতিবেদককে শিক্ষার্থীরা নিজেদের নারায়ণগঞ্জ পলি-টেকনিক্যাল ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দেয়। তারা জানায়, ‘ শিক্ষামন্ত্রী আমাদের জানতে ইচ্ছে হয়, এইচএসসি পরীক্ষার রুটিন তো দিলেন এখন পরিক্ষা কি থানায় হবে নাকি কোর্টে? আর যদি পরীক্ষা কলেজে হয় তাহলে যাদেরকে জেলে পাঠানো হল তারা কি পরিক্ষা কোটায় দিবে? আমরা যৌক্তিক দাবীর জন্যে মাঠে নেমেছি। আমাদের সহপাঠীদের রক্ত ঝরেছে আমরা হত্যাকারীদের বিচার চাই।’ এসময় দাবী আদায় না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখবে বলেও ঘোষণা শিক্ষার্থীদের।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শিক্ষার্থীরা মহাসড়কের পাশে এসে কিছু সময়ের জন্য আন্দোলন করেছে। তারা মহাসড়কের ফুটওভার ব্রিজের পিলারের সামনে অবস্থান নিয়ে ছিল। পরবর্তী তারা কিছুক্ষণ সময়ের মধ্যে আবার ফিরে চলে গেছে। সবকিছু স্বাভাবিক রয়েছে, মহাসড়কে আমরা যানযট হতে দেই নি।