সিরাজ সময়েরচিন্তা : ঢাকা-চট্টগ্রাম মহাসড় নারায়ণগঞ্জ লিংক রোড মোড়ে মহাসড়কের উত্তর পাশে সাইনবোর্ডে টিকেট কাউন্টারসহ প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ নারায়ণগঞ্জ। এই অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোনাব্বের হোসেন এবং জেলা পুলিশ।
এ সময় উপস্থিত ছিল ২ নং ওয়ার্ড বিএনপি’র মুক্তার হোসেন ও পলাশসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ওই সাইনবোর্ড এলাকায় দীর্ঘদিন যাবত মহাসড়কের জায়গায় ৮ থেকে ১০ টি টং দোকান বানিয়ে প্রতি দোকান থেকে ৪০ থেকে ৮০ হাজার টাকা এডভান্স নিয়ে প্রতিদিন এক এক দোকান থেকে ভাড়া ৮০০ টাকা করে আদায় করে আসছে মোঃ মতিউর রহমান সুমন যার পিতা মৃত মাহতাব আলি, তার ঠিকানা : ৯৬ নং ডিএনডি রোড গলাচিপা নারায়ণগঞ্জ সুমনকে এ ব্যাপারে কল করলে সে বলে, “আমি আল-জয়নালের ভাতিজা আমি, এ জায়গা সরকার থেকে লিজ এনেছি আপনারা যা পারেন করেন.”
অথচ লীজের কাগজ দেখাবে বলে বলে প্রায় ২ মাস পার করে সময় ক্ষেপন করছে এই অবৈধ দখলদার। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদদের কমপ্লিনে এই অভিযান চালানো হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে সংগঠনের সভাপতি বলেন, আমরা চেষ্ঠা করছি জনগনের সমস্যা লাগমের। তার জন্য প্রতিটি ডিপার্টমেন্ট এ আমরা পত্র দিচ্ছি। অনলাইনে আবেদন করছি নারায়নগঞ্জবাসীর জন্য। আমরা সড়ক ও জনপদ নারায়নগঞ্জের নিকট আবেদন করব সাইনবোর্ডসহ অন্যান্য সড়কগুলির উন্নয়ন দেখাশুনা ও বনায়ন করে রাস্তার দুইপাশ সবুজায়ন করার জন্য দায়িত্ব নিতে আবেদন করব।
ফুটপাত দখল মুক্ত করায় জনগণ স্বস্তিতে চলাচল করতে পারছে এতে জনসাধারণ উদ্যোগ দাতাদেরকে ধন্যবাদ জানায় সাধারন জনগণ।