হত্যার উদ্দ্যেশে সিদ্দিকের নির্দেশে কুলসুমের পরিবারের উপর হামলা, ভাংচুর, লুটপার, ছিনতাই, মারধর ও নির্যাতন

77

নিজস্ব প্রতিনিধিঃ হত্যার উদ্দ্যেশে আওয়ামী সন্ত্রাসী দিয়ে নারায়নগঞ্জের মাসদাইরে শোভন গ্রুপের মালিক সিদ্দিকের নির্দেশে অসহায় পরিবারের উপর হামলা, ভাংচুর, লুটপার, ছিনতাই, চাদা দাবী, মারধর, নির্যাতন ও আগুন দিয়ে জালিয়ে দেওয়ার অপ-চেষ্ঠা করে। মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ও সাংবাদিক রুহুল আমিনের বাড়ীঘর দখলের অপচেষ্ঠা করে। সন্ত্রাসী হামলা করে রক্তাক্ত জখম করে ও অমানবিক নির্যাতন করে বসত বাড়ী থেকে উতখাতের অপচেষ্ঠা করে ভুমি খেকো শোভন গ্রুপের মালিক সিদ্দিক।আজমেরি ওসমানের সাবেক পালিত সন্ত্রাসী রনি এখন শোভন গ্রুপের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান লালিত পালিত করে বলে জানায় কুলসুম। রনির সহযোগি বাইট্রা স্বপন, রোবেল ও অজ্ঞাত আরো ৫/৬ জন হামলা চালিয়ে তছনস করে দেয় কুলসুমের বসত ঘর। অভিযোগটি হুবহুব তোলে ধারা হল:

বিনীত নিবেদন এই যে, আমি কুলসুম বেগম (৭৫), স্বামী-মৃত ছলিম উল্লা, সাং- মাসদাইর ৯ নং ওয়ার্ড, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। থানায় হাজির হইয়া বিবাদী ১। সিদ্দিকুর রহমান (৭৬), পিতা- মৃত আব্দুর রহমান, ২। রুহুল আমিন (পি এস) (৩৫), পিতা- অজ্ঞাত, ৩। স্বপন (৩৬), পিতা- আবু, ৪। রনি @ সন্ত্রাসী রনি (৩৫), পিতা- ইব্রাহিম হাজী, ৫। বুলেট (৩০), পিতা-মৃত হারুন, ৬। সুমন (৩০), পিতা-শাহাবুদ্দিন, সর্ব সাং- মাসদাইর ৯ নং ওয়ার্ড, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ গনদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমার ছেলে স্বপনকে হত্যার উদ্দেশ্যে ১নং বিবাদীর নির্দেশে আমার বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করে আমাকে মারধর ও রক্তাক্ত জখম করে। আমার মেয়ে শিল্পি ও লাকি আমাকে বাঁচাতে আসলে তাদেরকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং হাতের হাড় ভেঙ্গে ফেলে ছিদ্দিকুর রহমানের পালিত আওয়ামী সন্ত্রাসীগণ। ঘরের আসবাবপত্র ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়। আমি ১নং বিবাদীর নিকট আমার সম্পত্তি বিক্রয় করিতে না চাইলে সে তাহার পালিত সন্ত্রাসী বাহিনী অন্যান্য বিবাদীগনদের দিয়া আমার সম্পত্তি জোরপূর্বক দখলে নিবে মর্মে বিভিন্ন ভয়-ভীতি ও খুন জখমের হুমকি ধামকি প্রদান করিয়া আসিতেছিলো। এরই ধারাবাহিকতায় ইং-১৩/০৪/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান-০৬.১০ ঘটিকার সময় ১নং বিবাদীর ইন্ধনে ও নিদের্শে অন্যান্য বিবাদীগন দ্বারা লাঠি সোডা, কাঠের ডাসা এবং দেশিয় অস্ত্র-স্বস্ত্র সহ পিস্তল নিয়া সজ্জিত হইয়া বে-আইনি জনতাবদ্ধ দলবদ্ধ হইয়া আমার বাড়িতে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া স্ব-জোরে চিৎকার করিয়া বাসা হইতে আসবাবপত্র বাহির করিয়া চলিয়া যাওয়ার জন্য ভয়-ভীতি প্রদর্শন করিতে থাকে। আমি বিবাদীদের প্রতিবাদ করিলে ১নং বিবাদীর ইন্ধনে ৩ থেকে ৬নং বিবাদী লাঠি ও কাঠের ডাসা দিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে পিটাইয়া রক্তাক্ত জখম করে। বিবাদীগন ঘরের ভিতরে প্রবেশ করিয়া আসবাবপত্র ভাংচুর ও ঘরে থাকা ১০ ভড়ি ওজনের স্বর্ণালঙ্কার মূল্য অনুমান-১৫,০০,০০০/- টাকা এবং নগদ ১২,০০,০০০/- টাকা ওয়্যারড্রবের তালা ভেঙ্গে লুট করে নিয়া নেয়। আমাদের চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন হুমকি দেয় যে, তাদের নিকট জমি বিক্রয় করিয়া চলিয়া না গেলে আমাদের জীবনের তরে শেষ করিয়া ফেলিবে মর্মে প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করিয়া পিস্তল থেকে গুলি ছুড়তে ছুড়তে চলিয়া যায়। আমার মেয়ে ও ছেলের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ৩০০ সয্যা বিশিষ্ট খানপুর জেনারেল হাসপাতালে গিয়া চিকিৎসা কড়াই। বিবাদীদের হুমকিতে আমরা নিরাপত্তাহীনতায় ভ‚গিতেছি বিধায় থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।