নিজস্ব প্রতিনিধি : এসপি রাসেলের স্পর্দায় মান্নান ও আকরাম টাকা দিয়ে এমন অনেক অসহায়কে জেল খাটিয়েছে মিথ্যা মামলায়। বাদ যায়নি সাংবাদিক ও সংগঠক। আরেক এডভোকেট এর কাহিনী নিহে তোলে ধরা হল:
আজ ২৮ জুন হঠাৎ করে চোখে পড়ল পলাতক এস পি রাসেল বরখাস্ত,,, তিনি এক সময়ে নারায়ণগঞ্জের এস পি হিসেবে দায়িত্বরত ছিলেন সম্ভবত ২২, ২৩ সালের দিকে,,, আমি তখন অনেকগুলো রাজনৈতিক মামলা নিয়ে ঢাকাতেই থাকি। ২০২৩ সালের ২৩ই মার্চ আমি আমার নারায়গঞ্জের বাসায় আসি তখন আমার স্ত্রী খুব অসুস্থ ছিলেন তার দুটি চোখেই অপারেশন হয়েছিল, বাসায় মাকে সঙ্গ দেওয়ার জন্য আমার ছোট দুই বাচ্চাই ছিল,,,সম্ভব সে দিন প্রথম রোজা,,,, আমি বাসায় এসে তাদের নিয়ে ইফতার করে,,তারাবির নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম,, এমন সময়ে আমার পরিচিত লোকের সহায়তায় ডিবি পুলিশ আমাকে আমার বাসা থেকে গ্রেফতার করেন,,,আমি একাধিক বার জানতে চেয়েছি আমার অপরাধ কি,,,? তারা বলতে পারেনি,,, আমাকে বলছেন এস পি স্যার আপনাকে সালাম জানিয়েছেন,,, আমি তাদেরকে বুঝানোর চেষ্টা করলাম আমার স্ত্রী অসুস্থ আমি এ অবস্থায় আপনাদের সাথে গেলে তার ক্ষতি হতে পারে,,, তারা কেউ আমার কথা শুনলেন নি,,, তারা ডিবি অফিসে নিয়ে গিয়ে আমাকে একটা ৬ সেকেন্ডের ভিডিও দেখালেন আমি বঙ্গবন্ধুর মাকে গালি দিয়েছি,,, যে ঘটনা আমি নিজেও জানি না তারপর আমাকে উপস্থিত করা হয় এস পি রাসেল সাহেবের সামনে তিনি আমাকে কিছু জিজ্ঞেস করার আগেই আমাকে বললেন আপনাকে তো ক্রসফায়ারে দেওয়া উচিত,,, আমি জানতে চাইলাম কেন,,,? আপনি বঙ্গবন্ধুর মাকে গালি দিয়েছেন তাই,,, সেদিন আমি জানি আমার কোন প্রমানই তাদের কাছে কোন কাজে আসবে না,,,, কেননা সবই ছিল তাদের পরিকল্পিত,,, আমাকে গ্রেফতার দেখানো হলো সাইবার সিকিউরিটি আইনের ২১ও ২৫ (খ) ধারায়,,, আমাকে পাঠানো হলো কারাগারে,,, দেশের প্রায় সকল গণমাধ্যমে প্রচার করা হলো বঙ্গবন্ধুর মাকে গালি দেয়ার অপরাধে বিএনপি নেতা গ্রেফতার,,, আনা হলো রিমান্ডে,,, তারপর কেটে গেল ৩ মাস,,, জেলটা আমার জন্য নতুন অভিজ্ঞতা না,, এর আগেও একাধিক বার জেল খেটেছি কিন্তু এবার ব্যাথা অনেক গভিরে ছিল,,,কেন জানি মন থেকে অনেক অভিশাপ আসছিল,,,,এখন মনে হচ্ছে আল্লাহ হয়তো সেদিন তা কবুল করে নিয়েছিলেন,,,অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক সন্তান হারিয়েছে তার পিতাকে,অনেককে সহ্য করতে হয়েছে অবর্ণনীয় নির্যাতন,,,এর বিচার কি আল্লাহ করবেন না,,, অবশ্যই করবেন,,,,! বাকীদের ও বিচার হবে ইনশাআল্লাহ,,,!