বন্দর প্রতিনিধিঃ বন্দরে মহান বিজয় দিবস ২০১৮ইং উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২রা ডিসেম্বর) সকালে বন্দর উপজেলা পরিষদের বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।বন্দর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী। এতে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান এড. মাহমুদা আক্তার, উপজেলা ভূমি অফিসার রোমানা আক্তার, উপজেলা প্রানিসম্পদ অফিসার ফারুক আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আব্দুল কাদের , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ক ম নুরুল আমিন, সমাজসেবা কর্মকর্তা মোক্তার হোসেন,বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ,বাংলাদেশ ইনিস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রিন্সিপাল শরীফা সুলতানা, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, , মোঃ সিরাজুল ইসলামসহ আরো অনেকে।