বন্দরে ২’শ ৫৫পিছ ইয়াবাসহ আটক-৩

333

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে ২’শ ৫৫পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৩ চিহিৃত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে আইন শৃক্সখলা বাহিনী। গত মঙ্গলবার ৫ আগষ্ট রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

ধৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে থানার ২১নং ওয়ার্ডস্থ বাড়ই পাড়া জামে মসজিদ কমিটির সহসভাপতি জিকে বাবুলের ছেলে মোঃ জিকু(৩৫), মুন্সিগঞ্জ থানাধীণ রিকাবি বাজার এলাকার মৃত চান মিয়ার ছেলে মহসিন(৩২),২৫নং ওয়ার্ডস্থ উত্তর লক্ষণ খোলা এলাকার রওশন আলীর ছেলে মাসুম(৩২)।

এ ব্যাপারে বন্দর থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এসআই খোকন চন্দ্রর নেতৃত্বে একটি টিম বন্দর বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিহিৃত মাদক ব্যবসায়ী জিকু ও মহসিনকে ২’শ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। অপরদিকে বন্দর থানার এ এস আই তৌফিক দেওয়ানের নেতৃত্বে লক্ষণ খোলা এলাকায় সাধু মিয়ার বাড়ির সামনে থেকে ৫৫পিছ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।