বন্দর প্রতনিধিঃ নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিকলীগের পক্ষ থেকে বন্দর উপজেলা সদ্য বিদায়ী নির্বাহী অফিসার তথা পদোন্নতি প্রাপ্ত কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পিন্টু বেপারীকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার একেএম ওবায়দুল হক আরিফ (ভিপি আরিফ) বৃহস্পতিবার সকালে বন্দর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে তাকে এ সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা কালে আরিফ জানান, ইউএনও পিন্টু বেপারী ছিলেন একজন স্বচ্ছ ও বিচক্ষন অফিসার। যে কোন সামাজিক কাজে সে আমাদের সব সময় অনুপ্রেরণা দিয়ে থাকতো। আমরা বন্দরবাসী তার মত সহৃদয়বান ও মিষ্টভাষী অফিসার পেয়ে ধন্য। আনুষ্ঠানিকভাবে থেকে বিদায় নিলেও সে আমাদের অন্তরে থাকবে চিরদিন। ব্যক্তিগতভাবে আমি তাকে অনেক ভালোবাসি। আমার প্রতিষ্ঠিত ডা. এ এফ হক অটিজম চাইল্ড কেয়ার একাডেমির জন্যও তিনি অনেক অনুপ্রেরণা আর সহযোগিতা করেছে। তার মত একজন ইউএনও পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। যাই হোক আমি তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করি। দোয়া করি সে যেন সব সময় জনগনের কল্যাণে এভাবে কাজ করে যেতে পারে।