সময়ের চিন্তা ডট কমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়।এ সময় বাংলার মাটিতে সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার, এটা প্রমাণ করেছে বর্তমান সরকার। বাংলাদেশে সব ধর্মের নাগরিকদের সমান অধিকার রয়েছে। তাই সংখ্যালঘু মনে করে নিজেদের ছোট করবেন না।’ এ সময় তিনি আরও বলেন, ‘কেউ নিজেকে সংখ্যালঘু বললে আমার কষ্ট হয়।
৪রা সেপ্টেম্বার বুধবার বিকালে গণভবনে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন হিন্দুসম্প্রদায়ের ওপর কোনো অ’ন্যায়-অ’ত্যা’চার কেউ করতে পারবে না। এসময় বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলেই হিন্দুদের ওপর অ’ত্যাচা’র শুরু হয়।’ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।