ট্রেন দুর্ঘটনায় হতাহতের গভীর শোক ও দুঃখ প্রকাশ

305

আশিকুজ্জামানঃ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এ মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত ও আরো অনেকে আহত হয়েছেন। গতরাত ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনে এ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেস এবং চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী তুর্ণা নিশিথার মধ্যে মুখোমুখী সংঘর্ষ হলে এসব লোক হতাহত হন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও দু:খ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি হামিদ নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রপতি এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।