বিজয়ের প্রত্যাশা ২০১৯
— মীরা সুলতানা
বিজয়ের পতাকা নিয়ে ছুটছে একঝাঁক তরুণ,
চোখে উদ্দীপ্ত খুশির ঝিলিক।
হৃদয়ে অদম্য মনোবলে বলীয়ান-
ষোলো কোটি বাঙালির স্বপ্নের বাহক!!
তাদের চোখে চোখ রেখেই দেখি
এক চিরসবুজ বাংলার
নিশ্ছিদ্র শান্তির মোড়কের উম্মোচন,
দেখি বাংলার প্রতি ঘরে ঘরে
মায়ের কোলে শিশু নিরাপদ ঘুম,
দেখি ভাইয়ের বেষ্টনিতে
নিরাপদ বোনের সম্ভ্রম।
কোথাও কোন অরাজকতা নেই,
নেই হানাহানি, মারামারি
বাটপারি, আহাজারি।
তাদের চোখ সুন্দর বুণনে বুনেছে
বাংলার প্রতি ইঞ্চির বর্গফুট।
মাঠ ভরা ধান ক্ষেত আর আর
পুকুর ভরা মাছ,
মাছে ভাতে বাঙালি থাকে বারো মাস!!
সেই তরুণদের দলে আমি ও ভিড়ে যাই,,
বাংলার বুকে অনিয়ম আর
দুর্নীতির বিতাড়ন আমি ও চাই…
তাইতো তাদের কণ্ঠে কণ্ঠ রেখে বলি,
“জাগো বাঙালি জাগো আবার,
বাংলা মা তুমি ও জাগো,,
দুর্নীতি আর ভ্রষ্টাচারকে বিতাড়িত করো, মা গো…!!
দ্রবমূল্যের উর্দ্ধগতি দমন করো মাগো,
দুর্নীতি আর ভ্রষ্টাচারকে দমন করো মাগো,
জাগো বাঙালী জাগো এবার জাগো বাঙালী জাগো! “