ইসদাইর রাণীমা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

342

স্টাফ রিপোর্টারঃ ফতুল্লার ইসদাইর এলাকার রাণীমা মার্কেটে অবস্থিত ভাই ভাই ফ্যাশনের ২য় তলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৮ ফেব্রুয়ারি মধ্যরাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

বিভিন্ন সুত্রে জানা যায়, ভবনের পাশে থাকা ট্টান্সফমার থেকে অগ্নিকান্ডের উপত্তি হয়েছে। পরে জানালা ফেটে ২য় তলার সুইং এর ভেতরে আগুনের সূত্রপাত হয়। তবে এখনো নির্দিষ্ট করে ক্ষয় ক্ষতির পরিমান জানা যায়নি। মালিক পক্ষ বলছেন ক্ষতির পরিমান প্রায় ৪০-৪৫ লক্ষ টাকার বেশি হতে পারে।