চায়না জালের প্রভাবে বিলুপ্ত হতে পারে বিভিন্ন প্রজাতির মাছ

1010

নির্মল বৈরাগীঃ বর্তমানে বাংলাদেশে এক ধারনের মাছ ধরা জাল দেখা যায়, যেটাকে জেলেরা চায়না  জাল বলে থাকে।এই জাল দিয়ে মাছ ধরা আইনত অপরাধ হলেও,আইনের তোয়াক্কা না করে জেলেরা বিভিন্ন ধারনের সিনডিকেরদের কাছ থেকে চরা দামে কিনে হাওর বাওর বিলে মাছ ধরছে।এই জালের মূল বৈশিষ্ট হল, রেনু মাছ থেকে শুরু করে মা মাছ প্রযন্ত ধরা পরে এমনকি বড় বড় রাঘম মাছও বাদ পড়ে না। এ ব্যপারে কিছু সচেতন মৎস জীবিদের কাছে জিঞ্জাসা করলে তারা বলেন, এই চায়না জাল দিয়ে যদি জেলেরা নিয়মিত মাছ ধরে তাহলে এক দুই বছরের মধ্যে বেশ কিছু মাছ বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে এমনি কি দেশে মাছের সংখ্যাও কমে যাবে এবং এক পর্যায়ে পরিবেশের ভারসাম্য  নষ্ট হয়ে যাবে তাই তারা সবিনয় ভাবে উর্ধনস্ত মৎস কর্মকর্তাদের  অনুরোধ করছেন  যে খুব তারাতারি যেন এই চায়না জাল বন্ধ করে দেশে মৎস সম্পদ রক্ষা করা হয়।