প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

350

ক্রাইম ডেস্কঃ রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে ভুক্তভোগীর মা বাদী হয়ে তার বিরুদ্ধে লংগদু থানায় মামলা দায়ের করেছেন।

রোববার (৪ অক্টোবর) রাতে এই লংগদু থানায় প্রধান শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে বিদ্যালয়ের দিকে যায় এবং খোঁজাখুঁজি শেষে ফেরার পথে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম ছাত্রীটিকে লেবু দেয়ার জন্য বিদ্যালয়ের পেছনে অবস্থিত ছাত্রাবাসের একটি কক্ষে ডাকেন।

ছাত্রীটি কক্ষে যাওয়ার সাথে সাথে আব্দুর রহিম দরজা বন্ধ করে ছাত্রীকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলার কথা বলে প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।