স্বাস্থ্য সেবা নিশ্চিত করে পরিবেশ দুষনরোধে ব্যবস্থা নিন ডিসি, ইউএনও- সুলতান মাহমুদ

293

নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্য সেবা নিশ্চিত করে পরিবেশ দুষনরোধে ব্যবস্থা নিতে আহবান ডিসি ও ইউএনওকে। সামান্য বৃষ্টিতে পানি জমে বেসিক এলাকার চিত্র। লাখ লাখ শ্রমিক ময়লা পানি দিয়ে প্রতিদিন কাজে যাচ্ছে দেখার কেউ নেই বলে আক্ষেপ করছে শ্রমিকরা। ফরেন রেমিটেন্স সবচেয়ে বেশী আসে এই পোষাকশিল্পের খাত থেকে। সে খাতে চাকুরি করছে এই বেসিক নারায়ণগঞ্জের লাখ লাখ শ্রমিক কিন্রু পাচ্ছেনা স্বাস্থ্য সেবা এবং দুর্ভোগ প্রতিদিন ময়লা পানি দিয়ে হেটে যেতে হচ্ছে কর্মস্থিলে।

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ ডিসি, সদর ইউএনও, ডিডি পরিবেশ, স্থানীয় সংসদ সদস্যকে আহবান জানাচ্ছে স্বাস্থ্য সেবা নিশ্চিত করে পরিবেশ দুষনরোধে ব্যবস্থা নিয়ে শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। শেখ হাসিনার নির্দেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ, বংগবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সারা দেশে কাজ করে যাচ্ছে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন। তাই দুর্নীতি প্রতিরোধে সকলের সহায়তা কামনা করছে সাংবাদিক সুলতান মাহমুদ।