নাসিম ওসমানের জন্য বন্দরে মসজিদে মসজিদে দোয়া

295

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরের  মসজিদে  মসজিদে রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বন্দর থানা জাতীয় পার্টির উদ্দ্যোগে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আয়জক এবং মহানগরের সদস্য সচিব কাউন্সিলর মোঃ আফজাল হোসেনের তত্বাবধানে শুক্রবার বাদ জুমা এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। জাতীয় পার্টির নেতা ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেনের ব্যাক্তিগত উদ্দ্যোগে নাসিক ২৪ নং ওয়ার্ডে  প্রায় ২৪ টি মসজিদে মিলাদ দোয়া এবং পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ধর্মপ্রান মুসল্লিবৃন্দ এবং নাসিম ওসমান ভক্তরা,যারা শুধু নাসিম ওসমানকে আজও ভুলতে পারেনি। তারা এই মহান নেতার রুহের মাগফেরাত কামনায় প্রানভরে মহান আল্লাহর নিকট ফরিয়াদ জানিয়েছেন।