করোনা বিস্তার রোধে ফেরি চলাচল বন্ধ, রাতে পণ্যবাহী যানবাহন পার করা হবে

304

নিজস্ব প্রতিনিধিঃ করোনা বিস্তার রোধে শনিবার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে দিনে ফেরি চলাচল বন্ধ থাকবে। আর রাতে শুধুমাত্র পণ্যবাহী যানবাহন পার করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। সরকারি নির্দেশনা মোতাবেক এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

৭ মে শুক্রবার রাতে বিআইডব্লিউটিসি থেকে এ তথ্য জানানো হয়। বিআইডব্লিউটিসি থেকে জানানো হয়, আন্তঃজেলা বাস, লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় ব্যক্তিগত বাহন ব্যবহার করে স্বাস্থ্যবিধি না মেনে মানুষ ফেরি পার হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিষয়টি বিআইডব্লিউটিসিকে জানায়। এরপরই এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে লাশবাহী গাড়িসহ বিশেষ প্রয়োজনে পারাপারের ব্যবস্থা থাকবে। নাড়ির টানে অনেকেই যাচ্ছেন গ্রামের বাড়িতে ঈদ করতে। শুক্রবার ছুটির দিন হওয়ায় ঢাকা ছাড়ছেন অনেকেই। এদিকে ঈদে গণপরিবহন বন্ধ থাকায় মানুষ গাদাগাদি করে ফেরিতে করে পার হয়ে বাড়ি ফিরছেন। কোনো কোনো ফেরিতে মানুষের জন্য জায়গা পায়নি গাড়ি। পরিস্থিতি দেখে করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।