চেয়ারম্যান মাসুমের সোনারগাঁবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

238

সোনারগা প্রতিনিধিঃ “ রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ-তুই আপনাকে আজ বিলিয়ে দে, শুনো আসমানী তাগিদ” জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী এই গান গেয়ে আমরা স্বাগত জানাই পবিত্র ঈদুল ফিতরকে।

এরই ধারাবাহিকতায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সোনারগাঁবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, করোনা প্রাদুর্ভাবের কারনে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনেই পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে। এসময় মহান আল্লাহপাকের কাছে সকল মুসলিম জাহানের জন্য দোয়া ও শুভ কামনা করেন তিনি।