সকল বাধা-বিপত্তিকে পিছনে ফেলে নারীরাই হবে উজ্জ্বল নক্ষত্র–ডালিয়া

135

সোনারগাঁও প্রতিনিধিঃ- টেকসই আগামীর জন্য- জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

৮ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁও শাখার উদ্যোগে উপজেলায় ‍র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁও শাখার চেয়ারম্যান,এমপি খোকার সহধর্মিণী মিসেস ডালিয়া লিয়াকত।

এসময় উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহির সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাবরিনা হক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন,ইউডিজিএফ ফ্যাসিলেটর শাহানারা আঁচল, সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা,সমবায় কর্মকর্তা আনিসা খাতুন,সহকারী প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত,পল্লী উন্নয়ন কর্মকর্তার তানজিলা, সহকারী মৎস্য কর্মকর্তা কামরুন নাহার,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার খাদিজাতুল কোবরা,সিমা।

খাতুন,মোসাঃ আয়েশা সিদ্দিকী, প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি,নারী নেতৃি জাহানারা আক্তার,বৈদ্যোরবাজার ইউপির সংরক্ষিত আসনের সদস্য মোসাম্মৎ উর্মি আক্তার,পিরোজপুর ইউপি সদস্য রুনা আক্তার প্রমুখ্য।

র‍্যালি শেষে আলোচনা সভায় মিসেস ডালিয়া লিয়াকত বলেন, নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা এগিয়ে যাবে। নারীই হবে এ সমাজের মেরুদণ্ড। সকল বাধা-বিপত্তিকে পিছনে ফেলে এই নারীই হবে উজ্জ্বল নক্ষত্র।

তিনি আরও বলেন, আজকের এই নারী দিবসের পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। অনেক শোষণ-বঞ্চনার পরে আমাদের এই নারী দিবসটি পাওয়া। এ দিনটির গুরুত্বও অনেক। শুধু দিবস পালনের মাধ্যমে নারীর অধিকার সীমাবদ্ধ নয়। দিবস পালনের সঙ্গে নারীর অধিকারের যথাযথ মর্যাদা দিতে হবে। দেশের প্রতিটি সেক্টরে নারীর যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে হবে। এটাই আমাদের চাওয়া।