মোগড়াপাড়া চৌরাস্তায় ফলের দোকানে হাইওয়ে পুলিশের নামে চাঁদাবাজি

138

সফিকুল ইসলাম ইমামঃ সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তায় ফলের দোকানে হাইওয়ে পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

সোনারগাঁও উপজেলার প্রাণকেন্দ্র মোগড়াপাড়া চৌরাস্তার বাস স্ট্যান্ড।এ বাসস্ট্যান্ডের আশেপাশের ফুটপাতে গরিব দুঃখী সাধারণ মানুষ জীবিকার তাগিদে ফলের দোকানসহ বিভিন্ন রকমের দোকানপাট দিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি কাঁচপুর হাইওয়ে পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রতিদিন মোটা অংকের চাঁদা আদায় করে থাকে। চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাইলে দোকান হারানোর ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ফলের দোকানদাররা জানায়, “কাচঁপুরে হাইওয়ে থানায় নাকি নতুন অফিসার এসেছে, দোকানপাট না ভাঙার জন্য নতুন অফিসারকে টাকা দিতে হবে তাই প্রতি দোকান থেকে ২ থেকে ৩ হাজার টাকা করে ছাত্রলীগের একনেতাকে  চাঁদা দিতে হচ্ছে।তারপর প্রতিদিন ১ থেকে দেড়শ টাকা নেয় কাঁচপুর হাইওয়ে পুলিশের কথা বলে। এই টাকা দিতে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।”

মোগরাপাড়া চৌরাস্তার ফুটপাতের দোকান গুলি থেকে কাঁচপুর হাইওয়ে পুলিশের নামে চাঁদা আদায় প্রসঙ্গে জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন বলেন,“আমি এবং আমার কেউ এই চাঁদাবাজির সাথে জড়িত না। আমার ও আমার হাইওয়ে পুলিশের নাম ভেঙ্গে কেউ চাঁদাবাজি করলে তাকে আইনের আওতায় আনা হবে।”