না.গঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন বন্দর থানার ওসি দীপক

192

মোক্তার হোসেনঃ  অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহাকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে সম্মাননা প্রদান করা হয়েছে। জেলার মধ্যে বন্দরে বিভিন্ন অপরাধ দমনে দক্ষতার ভূমিকা পালন করেছেন।

বৃহস্পতিবার ১৩ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশের অপরাধ মাসিক পর্যালোচনা সভায় জেলার শেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার)। পরে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার) তাকে পুরস্কৃত করেন।

জেলা পুলিশের অপরাধ মাসিক পর্যালোচনা সভায় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার) এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা পুলিশের সকল এবং সিআইডি, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন