মোঃ মোক্তার হোসাইন:নারায়ণগঞ্জ সোনারগাঁ –
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে উপজেলার বারদী ইউনিয়নের বারদী সিএনজি স্ট্যান্ডে হাবিবের মিষ্টির দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা বারদী ইউনিয়নের চেঙাকান্দি গ্রামের গ্রাম্য চিকিৎসক মৃত ইসলামের জমজ দুই ছেলে জুয়েল, সোহেল (৩৩), একই এলাকার গ্রাম্য চিকিৎসক আলমগীর হোসেনের ছেলে বাবু (২০) ও কুমিল্লার দেরউস গ্রামের সুন্দর আলীর ছেলে ফুল মিয়া।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন জানান, দুই কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।