বিএনপি’র প্রভাবশালী ২ নেতা আমানও গয়েশ্বর পুলিশ হেফাজতে

195


মোঃ মোক্তার হোসাইন:- নিষেধ অমান্য করে অবস্থান কর্মসূচি চালাতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা সহিংসতায় জড়ানোর পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমানকে।

শনিবার দুপুর ১২টার দিকে গয়েশ্বরকে হেফাজতে নেয়ার কথা নিশ্চিত করেন ডিএমপির লালবাগ জোনের ডিসি জাফর হোসেন। আর গাবতলীতে কর্মসূচিতে গিয়ে ‘অসুস্থ’ হয়ে পড়লে আমানকে হেফাজতে নেয়া হয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

এদিকে সকালে গাবতলীর মাজার রোডে গণতন্ত্র মঞ্চ অবস্থান নিতে গেলে দলের কেন্দ্রীয় নেতা এবং ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, ইউসুফ সেলিম এবং নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক সজীবকে ধরে নিয়ে যায় পুলিশ।

তাদেরকে দারুসসালাম থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন।

পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে এদিন রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নিতে যায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা।

এসময় বাধা দিতে গেলে লাঠিসোটা হাতে করে পুলিশের ওপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

এ সময় সহিংসতায় জড়ানো বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।