সোনারগাঁয়ে উপজেলা আ’লীগের জাতীয় শোক দিবস পালন

217

মোঃ মোক্তার হোসাইন: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
১৫ই আগষ্ট সকাল থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের সার্বিক পরিচালনায় উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রায় ৮০টি স্থানে কোরআন খতম মিলাদ ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,উপজেলা আওয়ামীলীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক,মোহাম্মদ হোসাইন,এডভোকেট নুরজাহান,মোগড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সোনারগাঁ পৌরসভার যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রধান,সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সদস্য দেলোয়ার হোসেন,সানজিদ হাসনাত,আরমান মেরাজ,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর সহ দলীয় নেতা-কর্মীরা।