বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ:-
একটু সরে দাঁড়ানোর কথা বলায় নারায়ণগঞ্জ সদর থানা এলাকার শেখ রাসেল পার্ক জিমখানার মাদক কারবারি বাবু ওরফে কালা বাবু, পলি বেগম নামের এক মহিলাকে প্রথমত অকথ্য ভাষায় গালাগালী এবং গালাগালীর প্রতিবাদ করায় চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে ভুক্তভোগী নারীর পরনে থাকা পোশাক ছিড়ে ফেলেন ও গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নেন l এই ঘটনা দেখতে পেয়ে ভুক্তভোগী নারীর গর্ভবতী মেয়ে এগিয়ে গেলে তাকেও প্রথমে বাবু ও পর্বতীতে বাবুর স্ত্রীরীর প্রথম ঘরের সন্তান লিপি ও তার স্বামী হৃদয় উভয়ে ভুক্তভোগী পলি বেগম ও তার গর্ভবতী মেয়েকে চর থাপ্পড় ও কিল ঘুষি মারলে শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা যখম হয় l এই বিষয়ে ভুক্তভোগী নারী পলি বেগম ১২\৪\২০২৪ ইং নারায়ণগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
থানায় গিয়ে আইনের আশ্রয় নেওয়ার কথা জানতে পারলে সন্ত্রাসী ও মাদক কারবারী বাবু বিভিন্ন লোকদের মাধ্যমে ভয় ভীতি প্রদর্শন করে অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ প্রয়োগ করেন ও নানা ধরনের অকথ্য ভাষা ব্যবহার করে গালিগালাজ করেছেন।
বিভিন্ন এলাকার মানুষদের নিয়ে কিছুক্ষণ পর পর মহড়া দিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করছে বলে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার হওয়া ভুক্তভোগী নারী পলি বেগম । এমতাবস্থায় ভুক্তভোগী পলি বেগম ও তার অন্তসত্যা মেয়ে ও তাদের পরিবারের সদস্যরা ভয়ে আতঙ্কিত হয়ে জীবন যাপন করছেন, যে কোন সময়ে যে কোন ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আশংকা প্রকাশ করে নারায়ণগঞ্জ জেলা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নিজেদের জীবনের সুরক্ষা চেয়ে ও ছিনিয়ে নেওয়া স্বর্নের চেইন উদ্ধার ও শ্লীলতাহানির বিষয়ে সুষ্ঠু বিচারের প্রার্থনা জনিয়ে দ্রুত গ্রেফতার করতে বিশেষ ভাবে অনুরোধ করেন। এখন সুশীল সমাজের প্রতিনিধিদের দাবি অনতিবিলম্বে উপরোক্ত সকল অভিযুক্তদের গ্রেফতার করে নারীর শ্লীলতাহানির বিচার নিশ্চিত করে তার গলায় থাকা স্বর্নের চেইন উদ্ধারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের হস্তক্ষেপ অতি জরুরী l তবেই স্বাধীন দেশের নারীরা তাদের সঙ্গে হয়ে যাওয়া শ্লীলতাহানির উপযুক্ত বিচার পাবে এবং স্বাধীনভাবে মাথা উচুকরে সমাজে বসবাস করতে পারবে ।