মানুষকে সম্মান করতে শিখুন

36

নিজস্ব প্রতিনিধি: মানুষকে সম্মান করার জন্য আহবান জানিয়েছেন ইদু ভাই নামক ফেসবুক চালক। তথ্য পোস্ট নীচে তোলে ধরা হল:

৪০ টাকা দিয়ে সিম কিনলে ঐ সিম কোম্পানি নাগরিককে কথায় কথায় স্যার বলে, আর ৪০ হাজার টাকা ট্যাক্স দেয়া নাগরিকও যদি সরকারি কর্মচারীকে ভাই বা আপা বলে তখন তারা ক্ষ্যাপে যায়।
সকল সরকারি কর্মচারীদের উচিত সেবাগ্রহীতা নাগরিককে স্যার বলা।

উনি হচ্ছে – কৃষি অফিসার, সম্প্রতি এক কৃষকের সাথে খারাপ আচরণ করে আলোচনায় আসেন।

পরিশেষে বদলির আদেশ। যোগ দিচ্ছেন ফরিদপুর।

যেখানেই চাকুরী করেন কৃষকদের সাথে ভালো ব্যবহার করবেন। সম্মানের সহিত আপনার দ্বায়িত্ব পালন করবেন। কৃষি কৃষক না থাকলে ভাতের মাড়ও খেতে পারব না আপনি আমি কেউ’ই।

ঘামে ভেজা শরীরের কৃষকরাই আমাদের প্রাণ,আমাদের অস্তিত্ব ????

মানুষ কে সম্মান করতে শিখুন।