কালুখালীতে মৎস্য সেক্টরের অগ্রগতি বিষয়ক সভা

439

রাজবাড়ী প্রতিনিধি: ২৮ অগাষ্ট মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় মৎস্য সেক্টরের অগ্রগতি ও অফিস সজ্জাকরন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালুখালীর মদাপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন মদাপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম মৃধা।

ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম(এনএটিপি)এর আওতাধীন কৃষি ও তথ্য পরামর্শ কেন্দ্র সম্পর্কিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম। সভায় কালুখালী উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক  আলতাব হোসেন,মদাপুর ইউপির সদস্য তোফাজ্জল হোসেন, হাবিবুর রহমান, আসাদুজ্জামান তুরান, জিলাল মোল্লা, সংরক্ষিত আসনের সদস্য বিউটি রানী প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় মদাপুরসহ উপজেলার মৎস্য সেক্টরের অগ্রগতি তুলে ধরা হয়। এছাড়া  মৎস্য উদ্যোক্তাদের সহযোগিতা ও আগ্রহী চাষীদের উদ্বুদ্ধ করার জন্য পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়।

আলোচনা সভা শেষে মদাপুর ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে আসবাব পত্র প্রদান করা হয়।