সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল মঙ্গলবার কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় উপকারভোগীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে হেলথক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিবি তহুরার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ চৌধুরী, উপজেলা মেডিকেল অফিসার মারিয়া, ইউআরসি ইন্সট্রাকটর নাসরিন জাহান পপি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা তিথি, সহকারী প্রোগ্রামার ফাতেমাতুজ জান্নাত, ইউডিএফ শাহানারা আঁচল সহ অন্যান্য কর্মকর্তারা।