বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা

471

বন্দর প্রতিনিধিঃ বন্দরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষা ২০১৭-এর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতিত্ব ফলাফল অর্জনকারী বিদ্যালয়ের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বন্দর উপজেলা অডিউটিরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । বন্দর  উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজিত  অনুষ্ঠানের উদ্বোধন করেন  বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী।

বন্দর উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বন্দর থানা অফিসার ইনচার্জ এ কে এম শাহিন মন্ডল, নারায়নগঞ্জ জেলা জাপা’র আহŸায়ক আবুল জাহের,উপজেলা কৃষি অফিসার ড. মোস্তফা এমরান হোসেন, প্রানীসম্পদ অফিসার ফারুক আহমেদ,উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাসলিমা সুলতানা স্বপ্না, মহসিন পাটওয়ারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।