রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামুল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার হাজ¦ী এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিভিন্ন ধরনের প্রায় দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়। হাজ¦ী এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেজেটভুক্ত সমাজ সেবক আলহাজ¦ লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভুইয়ার নিজস্ব উদ্যেগে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মারুফা আক্তার, শহিদুল্লাহ ভুইয়া, শিক্ষক জিয়াউর রাশেদ, মিজানুর রহমান, সাখাওয়াত হোসেন, হারুনুর রশিদ, শামিম হোসেন, এনামুল হোসেন প্রমুখ।