রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ও দাউদপুর ইউনিয়নে জনবান্ধব বাজেট পেশ হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট পেশ করা হয়।
সোমবার দুপুরে মুড়াপাড়া ইউনিয়নের মিলনায়তনে আগামী অর্থবছরের জন্য ৩ কোটি ২০ লাখ ৯০ হাজার ৬শ’ টাকার বাজেট ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাসের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা। সচিব গোলবক্স, ইউপি সদস্য আলম হোসেন, আইবুল্লা মেম্বার, সিরাজুল ইসলাম, নবী হোসেন, সাইদুর রহমান, মজিবর রহমান, মজিবুর রহমান মজিদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লাভলী আক্তার, রেহানা আক্তার, জীবন নেসা প্রমুখ।
অপরদিকে, দাউদপুর ইউনিয়নের মিলনায়তনে ৩ কোটি ৮১ লাখ ১২ হাজার ৪শ’ টাকার বাজেট ঘোষণা করা হয়। চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম মম, আওয়ামীলীগ নেতা মেজর (অবঃ) মশিহুর রহমান বাবুল, ইউপি সদস্য হাসিবুর রহমান, আবু তৈয়ব, আনোয়ার হোসেন স্বপন,শাহিনা আক্তার প্রমুখ।