আড়াইহাজারে জমঈয়তে শুব্বানে আহ্লে হাদীস এর নারায়ণগঞ্জ জেলা কনফারেন্স অনুষ্ঠিত

753

আড়াইহাজার(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ আড়াইহাজারে নারায়ণগঞ্জ জেলা জমঈয়তে শুব্বানে আহ্লে হাদীস জেলা কনফারেন্স-২০১৯ইং অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই রবিবার বিকাল তিনটা হতে সন্ধ্যা পর্যন্ত আড়াইহাজার উপজেলার বান্টি আহ্লে হাদীস জামে মসজিদে এ কনফারেন্সে নারায়ণগঞ্জ জেলা জমঈয়তে আহ্লে হাদীস এর সভাপতি শাইখ মোঃ ফজলুল বারী খাঁন(মিয়া সাাব) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোম টাউনের এম,ডি আলহাজ্ব তারিকুল ইসলাম মোগল।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন রূপগঞ্জ থানা জমঈয়তে শুব্বানে আহ্লে হাদীস এর সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আহসান আঃ রব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমঈয়তে আহ্লে হাদীস এর সহ-সভাপতি অধ্যাপক ড. আহমাদুল্লাহ ত্রিশালী, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সেক্রেটারী শাইখ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, বাংলাদেশ জমঈয়তে আহ্লে হাদীস এর জনসেবা ও জনকল্যাণ বিষয়ক সেক্রেটারী শাইখ মাসউদুল আলম আল-উমরী, জমঈয়তে আহ্লে হাদীস এর নরসিংদী জেলা সভাপতি শাইখ হাফেজ মোঃ হাফিজুর রহমান, জমঈয়তে আহ্লে হাদীস এর নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী শাইখ মোঃ অলিউল্লাহ মোল্লা, বাংলাদেশ জমঈয়তে শুব্বানে আহ্লে হাদীস এর কেন্দ্রীয় সভাপতি শাইখ মুহাম্মদ রেজাউল ইসলাম, রূপগঞ্জ থানা জমঈয়তে শুব্বানে আহ্লে হাদীস এর সভাপতি শাইখ হাফেজ জুলফিকার আলী , বান্টি আহ্লে হাদীস জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম মোল্লা ও সেক্রেটারী মোঃ শরিফ সরকার বক্তব্য রাখেন। কনফারেন্স অনুষ্ঠানে আহ্লে হাদীসের সম্পূর্ণ বিধি বিধান ও নিয়ম কানুনের মধ্য দিয়ে ধর্মীয় কর্মকান্ড পরিচালনা করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।