সুষমা স্বরাজ ও টনি মরিসন-এর মৃত্যুতে নতুনধারার-মোমিন মেহেদীর শোক

781

সময়ের চিন্তা ডট কমঃ ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং নোাবেল বিজয় সাহিত্যিক টনি মরিসনের মৃত্যুতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী গভীর শোক প্রকাশ পূর্বক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, এই ২ জন, ২ শীর্ষ বিষয়ে অনন্যা ছিলেন। তাদের এই শূণ্যতা কখনোই পূর্ণ হবার নয়।

৭ আগস্ট যুগ্ম মহাসচিব আনোয়ার ভূঁইয়া প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, গোলাম ওয়াজেদ সরকার রানা প্রমুখ আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই সাদকে সাদা ও কালোকে কালো বলার রাজনীতি করে আসছে। সেই অর্থে সুষমা স্বরাজ অবশ্যই অন্য অনেক রাজনীতিকের চেয়ে সফল ও স্বার্থক। অন্যদিকে নেতৃবৃন্দ টনি মরিসনকে কালবিজয়ী লেখক উল্লেখ করে বলেছেন, তিনি নিসঃন্দেহে হাজার বছর রাজত্ব করবেন নিজস্ব সাহিত্যকর্মর মধ্য দিয়ে।