বন্দরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন মঙ্গলবার

394

বন্দর প্রতিনিধিঃ বন্দরে “পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ফলদ বৃক্ষ মেলা-২০১৯ইং এর উদ্বোধন করা হচ্ছে আগামী ২৭ আগস্ট (মঙ্গলবার)। বন্দর উপজেলা পরিষদ চত্ত¡র আয়োজিত এ বৃক্ষ মেলাটি উল্লেখিত দিন সকাল ১১টায় উদ্বোধন করা হবে।
৩দিন ব্যাপী এই বৃক্ষ মেলার উদ্বোধন করবেন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ।
সভাপতিত্ব করবেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী। এছাড়াও বৃক্ষমেলা উপলক্ষ্যে বন্দর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রয়েছে বর্ণাঢ্য র্যা লী। আগামী ২৯শে আগষ্ট বিকেল ৫টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্টানের মাধ্যমে পর্দা নামবে এ মেলার। মেলার ৩দিন জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করে মেলাকে স্বার্থক করার জন্য আহবান জানিয়েছেন বন্দর উপজেলা কৃষক অফিসার ফারহানা সুলতানা ও কৃষি স¤প্রসারণ অফিসার আবু সাঈদ তারেক।