গলায় ছুরি মেরে অটোরিক্সা ছিনতাইকালে ২ ছিনতাইকারীকে হাতে নাতে আটক

344

চালকের গলায় ছুরি মেরে অটোরিক্সা ছিনতাইকালে ২ ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী। পরে গনধোলাই দিয়ে সোনারগাঁ থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। এঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নোয়াগাঁও ইউনিয়নের আনোয়ার মেস্বার জানান, গত বুধবার রাতে আড়াইজাহার থানার আতাদী গ্রামের আবুল হোসেন এর ছেলে রুবেল(২২) তার অটোরিক্সা নিয়ে আড়াইহাজার থানা মোড়ের সামনে অবস্থান কালে ৩ যুবক তাকে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে যাবে বলে ৩ শত টাকায় ভাড়া করে। অটোরিক্সাটি নোঁয়াগাও উচ্চ বিদ্যালয়ের সামনে ব্রিজের আসার পর অটোতে থাকা একজন বাড়ী থেকে টাকা নিয়ে আসি বলে কিছুক্ষন পর একটি ধারালো অস্ত্র ও পলিথিনের ব্যাগে করে মরিচের গুড়া আসে ধারালো অস্ত্র দিয়ে অটোচালক রুবেল কে গলায় ছুরি মেরে চালকের চোখে মরিচের গুড়া নিক্ষেপ করে অটো চালককে রাস্তার পার্শ্বে ফেলে ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এসময় অটোচালক জোরে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে দৌড়ে ২ জন ছিনতাইকারীকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। পরে পুলিশ ২ ছিনতাইকারীকে সোনারগাঁ স্বাষ্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায অটোরিক্সা চালকেরর পিতা আবুল হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
আচটককৃত রাসেন(২৫), ছোট আলমদী গ্রামের মহসিন মিয়ার ছেলে ও ফয়সাল (২৫) মহজুমপুর গ্রামের আব্দুল ওবায়দুল ভুইয়ার ছেলে।