বন্দরে নকল ঔষধ বিক্রির দায়ে ফার্মেসি মালিকের ১ বছরের কারাদন্ড

295

বন্দর প্রতিনিধিঃ বন্দরে মিস ব্রান্ডেড ওষুধ বিক্রয়, ফ্রিজিং ঔষধ খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে হেলথ ফার্মেসির মালিককে বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সকালে থানার গকুল দাশের বাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে রায় দেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমিআফিফা খান সাঁজা প্রাপ্ত আসামি হলেন, বন্দর থানাধীন গকুল দাসের বাগ এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে মোঃ মোশাররফ হোসেন জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আফিফা খানের নেতৃত্বে গকুল দাসের বাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এসময় এলাকায় হেলথ ফার্মেসিতে বিপুল পরিমান মিসব্রান্ডেড ঔষুধ পাওয়া যায় এছাড়াও ফ্রিজং ঔষধ খোলা রেখে বিক্রয়সহ নানা অপরাধে ফার্মেসির মালিককে বছরের কারাদন্ড প্রদান করা হয়৷ পরে উদ্ধার কৃত নকল ঔষধ উপজেলা পরিষদ চত্তরে পুড়িয়ে ফেলা হয়