মিজমিজি এলাকায় ‘‘একে ফ্যাশন লিঃ” এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে 

1005

সময়ের চিন্তা ডট কমঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নারায়ণগঞ্জ এর আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় ‘‘একে ফ্যাশন লিঃঅবস্থিত অদ্য ০১.০৯.২০১৯ খ্রিঃ ভোর অনুমান ০৪.০০ ঘটিকায় উক্ত পাঁচতলা ফ্যাক্টরীর ২য় তলায়  অগ্নিকান্ডের ঘটনা ঘটে উক্ত ফ্লোরে ফ্যাক্টরীর ০৮ (আট) টি শীপমেন্টের জন্য প্রস্তুতকৃত গার্মেন্টস মালামাল রক্ষিত ছিল উক্ত মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয় সংবাদ পেয়ে দ্রুত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ০৪, নারায়ণগঞ্জ এর সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আইনুল হক এর নেতৃত্বে একটি টহল টিম ঘটনা স্থলে পৌছিয়ে আইন শৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখে এবং ফায়ার সার্ভিসের (০৭) সাত টি ইউনিট ০৪.১০ ঘটিকায় পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছায় পরবর্তীতে ফায়ার সার্ভিসের নিরলস প্রচেষ্টায় ০৭.৩০ ঘটিকায় আগুন নিয়ন্ত্রনে আসে উক্ত অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি অগ্নিকান্ডের কারন জানা যায়নি অগ্নিকান্ডে প্রায় ১০ (দশ) কোটি টাকার সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে মর্মে ফ্যাক্টরী কর্তৃপক্ষ দাবী করছে উক্ত ঘটনার পরপরই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ০৪, নারায়ণগঞ্জ এর পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন