দেশের মানুষের নিরাপত্তা ও জীবনমান নিশ্চিতে কাজ করছে সরকার-প্রধানমন্ত্রী

328

সময়ের চিন্তাঃসরকার দেশের মানুষের নিরাপত্তা ও জীবনমান নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ তবে, উন্নয়ন বারবার বাধা তৈরি করেছে বিএনপি-জামায়াত। তারা পুলিশকেও হত্যা করেছে কেউ তাদের হাত থেকে রক্ষা পাইনি।

বর্তমানে পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা তৈরি হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।