খাদিজা আক্তার ভাবনাঃ সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক সাখাওয়াত হোসেন,মোহন সোনাইমুড়ি, সেনবাগ, নিজের জেলাসহ দেশ-বিদেশে সকলকে পবিত্র ঈদু-উল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক সাখাওয়াত হোসেন মোহন বলেন করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারীর মুহূর্তে পবিত্র ঈদু-উল আযহা আগমন ঘটেছে,
আসুন আমরা সাস্থ্য বিধি মেনে আল্লাহ কে খুশী করার জন্য পশু কোরবানি দেই,নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলি, নিজে সচেতন থাকি অন্যকে সচেতন করি।
ঈদের আনন্দে হারিয়ে যাক সকল দূর্দশা, সকল শোকের ছায়া, মহান আল্লাহ যেন ঈদ উপলক্ষ্যে পৃথিবীকে এই মহামারী থেকে রক্ষা করেন এই কামনা করি।
তিনি আরো বলেন, আমরা সবাই জানি ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। সকল বৈষম্য ভুলে সবাই মিলিত হই মানবতার কাতারে। এর আনন্দ উপভোগ করে ধনী-গরিব মিলে সবাই।
আমাদের সকলের প্রার্থনা হোক করোনার মহামারী থেকে মুক্তি পাওয়া। সবাই পরিবার নিয়ে ঘরে ঈদের আনন্দ উপভোগ করুন, ভালো থাকুন।