স্বাস্থ্য ঝুকি ও পরিবেশ নষ্টে চৈতী কম্পোজিট, জরুরীভাবে আইনত ব্যবস্থা গ্রহনের আবেদন  

548

সোনারগাঁ প্রতিনিধিঃ স্বাস্থ্য ঝুকি ও পরিবেশ নষ্টে চৈতী কম্পোজিট, স্থানীয় প্রশাসন নীরবভুমিকায় অভিযোগ ভুক্তভোগীদের। এ ব্যাপারে গতকাল ২৮ জুলাই বিকালে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ানগঞ্জ জেলা কমিটির পেডে চৈতী কম্পোজিট লিমিটেরের বিরুদ্ধে জরুরীভাবে আইনত ব্যবস্থা গ্রহন করে সরকারের ভাবমূর্তি রক্ষা করার জন্য সদ্য আসা সোনারগাঁ নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের নিকট আবেদন করেন। জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ্দের সাথে ছিলেন সোনারগাঁ উপজেলা সভাপতি এডভোকেট সফর উদ্দিন সবুর ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোক্তার হোসেন। ইউএনও আতিকুল ইসলাম স্বচ্ছতার সাথে চৈতী কম্পোজীটের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, জেল জরিমানাসহ প্রয়োজনে ফ্যাক্টরি সিলাগালা করে দিবেন বলে আশ্বাস দেন।

সুত্রমতে, দীর্ঘদিন যাবত চৈতী কম্পোজিটের বিরুদ্ধে অনিয়ম, জবর-দখল, পরিবেশ নস্ট নিয়ে অভিযোগ ও মানব বন্ধন চলছে। অনেক পত্রিকায় সংবাদ প্রকাশ হচ্ছে কিন্তু এলাকাবাসী কোন সুফল পাচ্ছে বিধায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ানগঞ্জ জেলা কমিটি চৈতী কম্পোজিট লিমিটেরের বিরুদ্ধে জরুরীভাবে আইনত ব্যবস্থা নেয়ার জন্য লিখিত আবেদন করে।

বিভিন্ন পত্রিকার হেড লাইন,“সোনারগাঁয়ের জমি জবর-দখল করে ময়লা পানি নিস্কাশনের পাইপ স্থাপন, স্থানীয় প্রসাশনের নির্দেশ অমান্য করে জোরপুর্বক ড্রেন নির্মানেরে কাজ অব্যাহত, সোনারগাঁয়ে চৈতী গ্রুপের বিরুদ্ধে অবৈধভাবে ও জোড়পুর্বক নীরিহ কৃষকের জমি দখলের অভিযোগ, বিষাক্ত বর্জ্য ও দুষিত পানি দিয়ে পরিবেশ নষ্ট, চৈতী কম্পোজিটের বিরুদ্ধে মানববন্ধন, চৈতী কম্পোজিট থেকে নির্গত বিষাক্ত বর্জ্য অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন, প্রশাসনের নির্দেশ অমান্য করে জোরপুর্বক ড্রেস্ন নির্মান ও পরিবেশ দুষন করছে চোইতী কম্পোজিট, চৈতি কম্পোজিটের বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সোনারগাঁয়ের জমি জবর-দখল করে ময়লা পানি নিস্কাশনের পাইপ স্থাপন, সোনারগাঁয়ে চাকুরীচুত্যের ভয় দেখিয়ে শ্রমিকদের কাজ করতে বাধ্য করছে চৈতি কম্পোজিট, সোনারগাঁওয়ের চৈতী কম্পোজিটের বর্জ্যে মাছের খামারীর কোটি টাকার ক্ষতি, সোনারগাঁওয়ের চৈতী কম্পোজিটের বর্জ্যে মাছের খামারীর কোটি টাকার ক্ষতি, চৈতী কম্পোজিটের বিষাক্ত বর্জ্যে ভাসছে মাছ, চাকুরীচুত্যের ভয় দেখিয়ে কাজ করতে বাধ্য করছে চৈতি কম্পোজিট, চৈতী কম্পোজিটের বিষাক্ত বর্জ্যের পানিতে ভাসছে খামারীদের মাছ, চৈতি গ্রুপের বিরুদ্ধে জোরপুর্বক অন্যের জমির উপর ড্রেন নির্মানের অভিযোগ, সোনারগায়ে কৃষকের জমি দখলের অভিযোগ চৈতী কম্পোজিটের বিরুদ্ধে, সোনারগাঁয়ে চৈতী কম্পোজিটের নিরাপত্তাকর্মীদের সাথে লড়াই, চৈতী  কম্পোজিটে হাজার শ্রমিকের বাধ্যতামুলক ছুটি প্রদান, সোনারগাওয়ে চৈতি কম্পোজিটের বিষাক্ত বর্জ্যে ৫০ হাজার মানুষের জীবন ঝুকিতে, ফের এলাকাবাসীর জমি দখলের অভিযোগ চৈতী গ্রুপের বিরুদ্ধে, সোনারগাঁয়ে চৈতী গ্রুপের সন্ত্রাসী বাহিনীর হাতে ৫ জন গুলি বিদ্ধ, অন্যের জমিতে ড্রেন নির্মানের অভিযোগ চৈতী কম্পোজিটের বিরুদ্ধে, অবৈধভাবে অন্যের জমির উপর ডাইংযের দুষিত পানি নিশকাশনের পাইপ বসিয়েছে চৈতী গ্রুপ, চৈতি কম্পোজিটের বর্জ্যে পরিবেশ বিপর্যস্ত, এমপি খোকার নিকট ইটালী প্রবাসীর আহবান; চৈতি কম্পোজিট বন্ধ করুন।”

চৈতী কম্পোজিটের বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানিতে পরিবেশ নস্ট ও স্বাস্থ্যজুকি রোধে এলাকার জনসাধারন ডিসি , উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় এমপির হস্তক্ষেপ কামনা করেন।