ট্রলার এর মাঝিদের জন্য রিফ্লেক্টিভ এপ্রোন প্রদান

312

শারমিন নাবেলাঃ হাজীগঞ্জ – নবীগঞ্জ গুদারা ঘাট দিয়ে প্রতিদিন আনুমানিক ২০,০০০ মানুষ নদী পাড়াপাড় এর জন্য ট্রলার অথবা নৌকা ব্যবহার করে আসছেন। এছাড়াও এই নদী দিয়ে প্রতিদিন ফেরি, জাহাজ, অন্যান্য নৌকা, বাল্কহেড এর পাশাপাশি প্রচুর নৌযান চলাচল করে।

বর্তমানে নদীপথে ঘটে যাওয়া অনেক দূর্ঘটনার কথা মাথায় রেখে এ.বি.এম সাইফুল হাসান রিয়েল এর সৌজন্যে নদী পাড়াপাড়ে ব্যবহৃত ট্রলার এর মাঝিদের জন্য রিফ্লেক্টিভ এপ্রোন প্রদান করা হয়। এতে করে যাত্রীদের ভিড়ে মাঝিকে চিহ্নিত করতে যেমন সুবিধা হবে ঠিক তেমনি রাতে নদীর মাঝে বড় বড় নৌযান গুলোর জন্যও যাত্রীবাহি ট্রলার গুলোকে চিহ্নিত করতে সহজ হবে এবং দূর্ঘটনার পরিমাণও অনেকাংশেই কমে যাবে।

এব্যাপারে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ বলেন, “ট্রলারে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করতে হবে।ট্রলারের মাচা, জেটি মেরামত করে রাখতে হবে। অন্যথায় ঘাটের যাত্রী হয়রানীরোধে ব্যবস্থা নেয়া হবে।”